স্টাফ রিপোর্টার :
টেকনাফে অবৈধভাবে জন্ম নিবন্ধন তৈরীর অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্ত ও একই এলাকার মোহাম্মদ জাবেদ।
বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ তৈরীর অভিযোগে প্রথমে মোহাম্মদ জাবেদকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি মতে পরে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্তকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।