নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৯ দিন করোনায় আক্রান্ত হয়ে জীবন আর মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে অবশেষে মৃত্যুর কাছেই হার মানলেন তরতাজা যুবক সাঈদ।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা ইছারুল হক সিকদারের ছেলে দেলোয়ার হোসেন সাইদ (৩৭) চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাঈদের বড় ভায়রা, ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র মতে, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন সাঈদ অসুস্থ বোধ করলে গত ১৪ জুন করোনা টেস্টের জন্য নমুনা দেন কক্সবাজারে। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৬ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ওইদিন ১৬ জুন সন্ধায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
টানা ৯ দিন করোনার থাবা থেকে বাঁচার লড়াই করে হেরে যান সাঈদ।
প্রসঙ্গত, দেলোয়ার হোসেন সাঈদ হলেন এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী।