নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দরিদ্র ইজিবাইক চালকের বসতঘর।
রোববার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইজিবাইক চালক নজির আহমদ বলেন, হঠাৎ করেই বৈদ্যুতিক লাইনে শর্ট করে আমার বসতঘরে আগুন ধরে যায়। ছনের ছাউনি ঘর হওয়ায় কিছুই রক্ষা করতে পারিনি, বলেই কেঁদে উঠেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকান্ডে নজির আহমেদের বসতঘর, ৩টি ইজিবাইক, ১টি রিক্সা পুড়ে ছাই হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ধারণা করেন তারা।
এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দিদারুল হক বলেন, রাত ১২টার দিকে আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।