নিজস্ব প্রতিবেদক
করোনামুক্ত হলেন রামু উপজেলার সহকারি কমিশনার (এসিল্যান্ড) সরওয়ার উদ্দিন।
রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন নিজেই জানিয়েছেন, বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত রিপোর্টে তার নেগেটিভ আসে। আলহামদুলিল্লাহ্।
তিনি জানান, বুধবার (১০ জুন) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার (১১ জুন) টেষ্ট রিপোর্ট পজিটিভ এসেছে। অসুস্থতা বোধ করায় নমুনা পরীক্ষা দিয়েছিলেন। করোনা ধরা পড়ার শারীরিক সমস্যা না থাকায় হোম আইসোলেশনে থেকে ১৫ দিন চিকিৎসার পর তিনি করোনা মুক্ত হয়েছেন।
করোনা মুক্ত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন এসিল্যান্ড সরওয়ার উদ্দিন। একই সাথে যারা তাঁর জন্য দোয়া করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন। তিনি তার পরিবারের জন্যও দু’আ চেয়েছেন।