ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টুয়েন্টিতে বরাবরই দুর্দান্ত বোলিং করেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। জাতীয় দল ছাড়াও আইপিএল, বিপিএল, বিগব্যাশে ঘূর্ণিজাদু দেখিয়েছেন এ বোলার। ঘূর্ণিজাদু দেখিয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে এবং সবচেয়ে কম বয়সে তিনশ’উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বর্তমানে ক্যারিবিয় প্রিমিয়ার লিগে খেলা রশিদ খান।
২০১৫ সালে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেক হয় রশিদ খানের। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের জার্সিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি। এরপর থেকেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন এ বোলার।
মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সে তিনশ’ উইকেট শিকারের কীর্তি গড়েছেন রশিদ খান। ওয়েস্ট ইন্ডিজের স্পিন অলরাউন্ডার সুনীল নারিনের রেকর্ড ভেঙেছেন তিনি। এর আগে ২৯ বছর বয়সে সবচেয়ে কম বয়সে টি-টুয়েন্টিতে তিনশ’র উইকেট শিকার করেন নারিন।
এছাড়া রশিদ খান ভেঙেছেন দ্রুত তিনশ’ উইকেট শিকারের রেকর্ডও। এ রেকর্ড ভাঙতে সাবেক এ আফগান অধিনায়ক পেছনে ফেলেন লাসিথ মালিঙ্গাকে। ২২২ ম্যাচে তিনশ’ উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। এ মাইলফলক গড়তে রশিদ খান খেলেছেন ২১৩ম্যাচ।