চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিস ফাইন্ডার দাঁড়িয়েছে ৬৬ জন প্রতিবন্ধী শিশু, নারী-পুরুষের মাঝে। সর্বশেষ জাতীয় শোক দিবসে একসঙ্গে ৬ প্রতিবন্ধীকে প্রদান করা হয়েছে ৬টি হুইল চেয়ার, দুইজনকে ওয়াকার ও মোবাইল। বেশিরভাগ প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করা হয়েছে চলতি মুজিববর্ষেই।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী আদনান রামীম কালের কণ্ঠকে বলেন, ‘২০১০ সাল থেকে প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নে কাজ করছে পিস ফাইন্ডার। এই পর্যন্ত পিস ফাইন্ডারের পক্ষ থেকে ৬৬ জন প্রতিবন্ধী নারী-পুরুষকে হুইল চেয়ার প্রদান, ১০টি সেলাই মেশিন, তিনটি ওয়াকার, দুই জোড়া স্ট্রেচার প্রদান করা হয়েছে।
এছাড়াও মুমূর্ষ রোগীকে রক্তদান, প্রতিবছর বৃক্ষরোপন,যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালানো হয়েছে। আমার (রামীম) আহবান থাকবে, যাদের কাছে পরিত্যক্ত হুইল চেয়ার পড়ে রয়েছে, সেসব হুইল চেয়ার পিস ফাইন্ডারের কাছে হস্তান্তর করার জন্য। যাতে সচল করে তা প্রতিবন্ধীদের মাঝে প্রদান করা যায়।’
পিস ফাইন্ডারের ব্যতিক্রমী উদ্যোগের সাথে ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘শারিরিক নানা প্রতিবন্ধী এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার। ভবিষ্যতেও সংগঠনটি এমন কাজ নিয়ে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় সংগঠনের সবাইকে ধন্যবাদ।’
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘রামীম পিস ফাইন্ডারের মাধ্যমে যে কাজগুলো করছে তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সংগঠনটির কর্মকাণ্ড যাতে বেগবান হয় সেজন্য আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা
থাকবে।’