শুক্রবার বিকেলে এসব তথ্য জানিয়ে কক্সবাজারে ১৬’র ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম জানান, ‘ইয়াবা পাচারের গোপন সংবাদের খবরে বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা সিআইসি কার্যালয় সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এতে ওই দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ গ্রেপ্তারদের মামদ মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।