হঠাৎ করে ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার এলাকায় বেড়েছে ফেনসিডিলের চাহিদা। ভারত থেকে আসা ফেনসিডিল ফেনী হয়ে যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়।
গোপন সংবাদের ভিভিত্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা ১০০ বোতল ফেনসিডিলের একটি চালান আটক করেছে।
শুক্রবার (০২ অক্টোবর) ভোরে ভাটিয়ারি এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে ফেনসিডিলের চালানসহ একজনকে আটক করে র্যাব সদস্যরা।
আটক ব্যক্তির নাম মো. মুরাদ (৩৫)। তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন চাত্তিকাপল্লী এলাকার জাকেরের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভাটিয়ারি এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মুরাদ নামে একজনকে আটক করা হয়েছে। মুরাদ ফেনসিডিলের চালানটি ফেনী থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।
জানা গেছে, ইয়াবার স্বর্গরাজ্য খ্যাত কক্সবাজারে হঠাৎ করে বেড়ে গেছে ফেনসিডিলের চাহিদা। ভারত থেকে আসা ফেনসিডিল ফেনী হয়ে যাচ্ছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়।