বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক ২ অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। মঙ্গলবার ভোরে আর দুপুরে এ অভিযান দু’টি পরিচালিত হয়। তবে এই দুই ঘটনায় আটক নেই।
সূত্র জানায়, বিজিবি কতৃর্পক্ষ গোপনে সংবাদ পান বাইশারী ইউনিয়নের মুরুং পাড়া এলাকায় সন্ত্রাসীরা উৎপেতে আছে।তারা এতে ঝটিকা অভিযান চালান। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেন বিজিবি দলটি।
এতে নের্তৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন। অপর ঘটনাটি ঘটে দুপুর ১২ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়। এখানে বসেছিলো ইয়াবার হাট। পরিস্থিতি টের পেয়ে কারবারীরা দ্রুত ছটকে পড়লেও প্রথম বেচাকেনার ৪ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি দলটি।এ কারণে বাকি বেচা কেনা ভেস্তে যায়।
এ অভিযানেও নেতৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন।
এ বিষয়টি ৯ ডিসেম্বার সন্ধ্যায় নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ। তিনি বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র ও মিয়ানমার সীমান্তেে ইয়াবাসহ অবৈধ পণ্য আটকে তৎপর আছে ১১ বিজিবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার এই দুটি অভিযান চালানো হয়।