টেকনাফের উনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকা থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন। ওই সময় তাদের কাছ থেকে একটি দেশি অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধারা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন- রইক্ষ্যং রোহিঙ্গা শিবিরের মো. হামিদুল্লাহ ওরফে গুনিয়া, ফুরকান, মো. আইয়াছ, নূর আলম।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।
তিনি গণমাধ্যমে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন-এর একটি দল রইক্ষ্যং উত্তরপাড়া এলাকার জসিমের বাড়ির সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করে। এ ঘটনায় মামলা করে চারজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।