শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
অপহরণের পর টানা ৯ ঘন্টা দরকষাকষির শেষে ২ লাখ টাকার মুক্তিপণ আদায় করে ছেড়ে দিয়েছে অপহৃত যুবক মোহাম্মদ সাজ্জাদকে।
ঘটনার পরদিন ১১ অক্টোবর ভোরে তাকে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে উদ্ধার করে স্বজনরা।মোহাম্মদ সাজ্জাদ কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়া এলাকার আবদুল গফুরের ছেলে।
তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তার খালাতো ভাই ঈদগড়র বাসিন্দা রুহুল আমিন৷ রুহুল আমিন বলেন, সাজ্জাদসহ আরো ৩ জন ঈদগড় বৌঘাট এলাকায় গরু দেখতে আসে, গরু দেখে বাড়ির ফেরার পথে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে ১০/১২ জনের ডাকাত দল সাজ্জাদকে তুলে নিয়ে পাহাড়ে নিয়ে যায়।
অপহরণের পর থেকে ডাকাত দলের সদস্যরা সাজ্জাদের মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।দরকষাকষির পর ২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। মুক্তিপণের সাথে ২০ খিলি পান ও ৪ প্যাকেট ডার্বি সিগারেটও দাবি করে।
পরে তাদের দেখিয়ে দেওয়া নির্ধারিত স্থানে টাকা পৌঁছে দিলে ভোর ৬ টার দিকে তাকে ছেড়ে দেয়।
উল্লেখ্য,গতাকাল ১০ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে সাজ্জাদ অপহরণের শিকার হয়েছিল।এদিকে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ফের ঈদগাঁও ঈদগড় সড়কে অপহরণকারী দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠায় উদ্বেগ প্রকাশ করেন এ সড়কে যাতায়াতকারী ও পরিবহন শ্রমিকরা।তা ছাড়া স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে।