ঈদগাঁও ঈদগড় সড়ক থেকে অপহরণের শিকার যুবক

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:

রামু উপজেলার ঈদগড় থেকে ফেরার পথে অপহরণকারীর কবলে পড়েছে সাজ্জাদ নামের এক যুবক। ঐ সময় আরো ৩ সহযোগীকে ছেড়ে দেয় অপহরণকারী দলের সদস্যরা।

অপহৃত যুবক কক্সবাজার শহরের তারাবনিয়া ছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে ঈদগাঁও এবং রামু থানার পুলিশ অভিযানে নেমেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের একাধিক টিম সাড়াশি অভিযান চালাচ্ছে পুলিশের পাশাপাশি স্থানীয়রা। ১০ অক্টোবর রাত আনুমানিক ৯ টার দিকে ঘটনাটি ঘটে ঈদগাঁও ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে।

পালিয়ে আসা ৩ বন্ধুর বরাত দিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ৪ বন্ধু মিলে দুইটি বাইক নিয়ে ঈদগড় থেকে ফিরছিল। প্রতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা ১০/১২ জনের মুখোশ পরিহিত সশস্ত্র অস্ত্রধারী ডাকাত দল তাদের ব্যারিকেড দিয়ে জিম্মি করে রাখে। পরে ৩ জনকে ছেড়ে দিয়ে সাজ্জাদ কে নিয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঈদগাঁও থানার ওসির দায়িত্বে থাকা এসআই কাজী গোলাম মহি উদ্দীনের নেতৃত্বে পৃথক কয়েকটি টিম এবং রামু থানার পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে এসআই কাজী গোলাম মহি উদ্দীন মুঠোফোনে জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে। আরো বিস্তারিত অভিযান শেষে জানাবেন।

এদিকে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ফের ঈদগাঁও ঈদগড় সড়কে অপহরণকারী দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠায় উদ্বেগ প্রকাশ করেন এ সড়কে যাতায়াতকারী ও পরিবহন শ্রমিকরা।তা ছাড়া স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে।

Leave a Reply