টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার, টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা হতে অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব ১৫।আটক মহিলা টেকনাফ থানাধীন হ্নালা ইউপির ওয়াব্রাং এলাকার মাহমুদ আলির মেয়ে ও সোলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার (২৪)।
শনিবার ১৭ ডিসেম্বর সকালে এ তথ্য নিশ্চিত করে র্যাব ১৫ গণমাধ্যমে জানান, র্যাব-১৫,কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় এক অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত এক মহিলার নিকট হতে উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিলার পরিচয়, জোসনা আক্তার (২৪), পিতা-মাহমুদ আলী, মাতা- রেহেলা বেগম, স্বামী-সুলতান মাহমুদ; সাং- ওয়াব্রাং, ৩ নং ওয়ার্ড, ইউপি-হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়। উল্লেখ্য যে আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় মর্মে আটককৃত মহিলা স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত জোসনা আক্তার ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।