কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মো. নুরুল আবছার। তিনি নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর। মঙ্গলবার (২৩ আগষ্ট) রাষ্ট্রপ্রতির নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন ২০১৬ এর ৫(২) অনুযায়ী বাংলাদেশ নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. নুরুল আবছারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।
নব নিযুক্ত কউক চেয়ারম্যান মো. নুরুল আবছার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা।
প্রসঙ্গত, এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের শুরুতেই লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ চেয়ারম্যান হিসেবে তিন দফা টানা দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে সম্পর্কের টানপোড়নের মধ্যেও ব্যাপক উন্নয়ন করেছেন।