কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার পালংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্প ১৩ এর আওতাধীন জি/৫ ব্লক থেকে অস্ত্র ও ইয়াবাসহ আবু তাহেরকে আটক করা হয়। আটককৃত তাহের ক্যাম্প ১৩ এর ব্লক জি/৫ এর বাসিন্দা মৃত আব্দু সালামের ছেলে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া কামরান হোসেন জানান, আটক তাহের এর বাড়িতে অস্ত্র ও ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।