কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১০১ বোতল বিদেশি হুইস্কি ও ৯১ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া অফিসার কাজী আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ আগস্ট) রাত পৌনে ১টার দিকে শাহপরীর দ্বীপ পুরাতন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় দুই ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের দেখে হাতে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড কর্মীরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয় এবং পেছনে ফেলে যাওয়া ৬টি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১০১ বোতল হুইস্কি এবং ৯১ ক্যান বিয়ার জব্দ করে।
আটককৃতরা হলেন, শাহপরীর দ্বীপ পুরাতন বাজার পাড়ার মনিরুল্লার ছেলে আসাদ মনির ও একই এলাকার রাইবুল্লার ছেলে আনোয়ার হোসেন। পরে জব্দকৃত হুইস্কি, বিয়ার ও আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।