কক্সবাজারে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমার ২য়দিন শেষ হয়েছে। শহরতলীর লিংক রোড আলবয়ান ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে বৃহষ্পতিবার ফজর নামাজের পর মাওলানা আনাসের বয়ানের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে শুক্রবার জুমা’র নামাজে লক্ষাধিক মুসল্লীদের সমাগম হয়েছে।
জুমার নামাজে ইমামতি করেন, কাকরাইল মসজিদের খতিব মওলানা মোহাম্মদ আনাস বিন মোজ্জামিলুল হক এবং নামাজ শেষে বয়ান করেন উসামা বিন ওয়াসিফ। এসময় দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এর আগে সকালের দিকে কাকরাইল মসজিদের মওলানা আবদুল্লাহ এবং শ্রীলংকার মওলানা এনামুল হাসানসহ অন্যান্যরা বয়ান করেন।ইজতেমার সমন্বয়কারী ১ হোসেন জানান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সৌদি আরবসহ প্রায় ৭টি দেশের বিদেশী প্রতিনিধি জামাতসহ দুই লক্ষাধিক মুসল্লি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এই ইজতেমায় অংশ গ্রহণ করেন।
ইতোমধ্যে কক্সবাজার-রামু সদর আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, পৌর মেয়র মুজিবুর রহমানসহ স্থানীয় জন প্রতিনিধিরা ইজতেমার প্যান্ডেল পরিদর্শন করেন এবং জুমা’র নামাজে অংশ গ্রহন করেন।
অন্যদিকে দেশী বিদেশি জামাতের সার্বিক নিরাপত্তায় কাজ করছেন জেলা পুলিশ।
শনিবার ১১ টার পর থেকে দোয়া শুরু হয়ে আখেরি মোনাজাত এর মধ্য দিয়ে এর সকল কার্যক্রম শেষ হয় বলে জানান আয়োজকরা।