কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ২ দালালকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ড প্রাপ্তরা হলো, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীল খালী ইউনিয়নের মনির উদ্দিন (৬০) ও কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার আব্দুস সবুর (৩২)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাহারছড়া গোল চত্বর এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত অফিসের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেবা প্রার্থীদের হয়রানীর অভিযোগে ২ দালালকে আটক করা হয়। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১০ দিন করে সাজা প্রদান করেন। এছাড়াও পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসা করা হলেও এসময় অপরজন পালিয়ে যায়।