নিজস্ব প্রতিনিধি |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পর্যটকের ভিড়ে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলী সহ সবকটি পয়েন্টে ভীড় জমিয়েছেন তারা। কেউ সাগরের লোনা জলে স্নানে মেতেছেন আবার কেউ বালিয়াড়িতে শিশু সুলভ আনন্দে মেতেছেন। আবার অনেকেই ঘোড়ার পিঠে চড়ে আনন্দ করছেন কেউ আবার ছাতা চেয়ারে বসে সাগর উপভোগ করছেন।
পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, শহরের যান্ত্রিক কোলাহল এড়িয়ে প্রশান্তির সন্ধানে ছুটিতে ছুটে এসেছেন তারা।
চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আবু সায়েম জানান, ২১ ফেব্রুয়ারী এবং সামনে বৃহস্পতি শুক্র সাপ্তাহিত ছুটি তাই পরিবার নিয়ে ভ্রমণে এসেছেন।
খুলনা থেকে আসা দম্পতি আসিফ-সিমি জানান, বিশ্বের দীর্ঘতম সৈকত ভালো লাগে তাই বারবার ভ্রমণে আসেন এখানে। কক্সবাজারে সাগর-পাহাড় সব একসাথে দেখা যায়।
পর্যটকদের ভীড়ে খুশি ব্যবসায়ীরাও। তারা চান পুরো মৌসুম যেন এমন কাটে।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান জানিয়েছেন, পর্যটকদের সার্বিক সেবা ও নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে সচেষ্ট রয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজারে এখন দেড় লাখের অধিক পর্যটক এসেছেন বলে জানান তিনি।