কুতুবদিয়ায় গাঁজা চাষি আটক
কুতুবদিয়ায় এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই ) বিকালে বড়ঘোপ মাতবর পাড়া থেকে মো: কায়দম নামের এ মাদক উৎপাদক ব্যবসায়ীকে আটক করা হয় বলে থানা সূত্র জানায়।
থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, বড়ঘোপ মাতবর পাড়ায় মৃত মো: ছৈয়দের পুত্র মো: কায়দম (৪০) গোপনে গাঁজার চাষ করে আসছিল। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জিয়া উদ্দিন সহ পুলিশের একটি টীম সেখানে অভিযান চালিয়ে গাঁজা চাষি মাদক ব্যবসায়ি কায়দমকে আটক করতে সক্ষম হয়।
এসময় অন্তত ১০ টি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এর আগেও একই ইউনিয়নের ঘোনার মোড় এলাকায় অভিযান চালিয়ে এক গাঁজা চাষিকে আটক করেছিল পুলিশ।