খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম কোরালখালী মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হচ্ছে- ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে তাবিয়া (৫) ও হোসাইবা (৪)।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী গ্রামের সাইফুল ইসলামের দুই মেয়ে তাবিয়া ও হোসাইবা দুপুরে মায়ের অগোচরে উঠানের পাশে পুকুরের পাড়ে খেলতে যায়। ওই সময় তাদের মা ঘরের ভেতরে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে মেয়েদের উঠানে না দেখে তাদের খুঁজতে শুরু করেন মা। খোঁজাখুঁজির একপর্যায়ে দুজনকে পুকুরে ভাসতে দেখে তিনি চিৎকার করেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পুকুরে ডুবে একই মায়ের দুই কন্যা শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। তাদের দাফনকার্য সম্পন্ন করতে বলা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। সন্তানদের প্রতি খেয়াল রাখা দরকার।

Leave a Reply

%d bloggers like this: