চোরাই মোবাইল সেট হজম করার ডিপো খ্যাত চকরিয়া শপিং কমপ্লেক্সের তিনটি মোবাইলের দোকান থেকে ১৯১টি চোরাই ও খোয়া যাওয়া মোবাইল ফোনসেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। জব্দকৃত এসব মোবাইলের মধ্যে দেশি-বিদেশি নামীদামী ব্র্যান্ডের মোবাইল সেটও রয়েছে। এসব মোবাইল সেটের আনুমানিক বাজারমূল্য অন্তত ২৮ লক্ষ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ সময় গ্রেপ্তার করা হয় তিনটি দোকানের মালিককে। তারা হলেন যথাক্রমে- চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ভিলেজার পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) ও বরইতলী ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের বানিয়ারছড়া স্টেশন এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ চকরিয়া শপিং কমপ্লেক্সের নিচতলার একাধিক মোবাইল দোকানে এই অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তন্মধ্যে লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকম-৩ নামক তিনটি মোবাইলের দোকান থেকে এসব মোবাইল সেট জব্দ করা হয়। জব্দকৃত ১৯১ টি মোবাইলের মধ্যে ১০০ টি মোবাইলের আইএমইআই নাম্বার যুক্ত রয়েছে এবং অন্য ১১টির নেই আইএমইআই নাম্বার।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেহ নাসির উদ্দিন মোহাম্মদ জানান- কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়।
ওসি আরো জানান- গ্রেপ্তারের পর তিনজনই স্বীকার করেছেন চোরাই মোবাইল কারবারিদের যোগসাজসে দীর্ঘদিন ধরে তারা মোবাইল ক্রয় বিক্রয় করে আসছিলেন। এই ঘটনায় রাতেই ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করেছেন।