জামিনে বেরিয়ে গুলি করে হত্যার চেষ্টা

কক্সবাজারের টেকনাফের আলোচিত নুরুল হক ভুট্টো হত্যা মামলার আসামি আব্দুল আমিন জামিনে বেরিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছেন ভুট্টোর বোনের স্বামী মো.ইউনুসকে।

বুধবার দুপুরে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ইউনুসকে উদ্ধার করে টেকনাফ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন তাকে।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দিয়েছেন ইউনুসের স্ত্রী ফাতেমা খাতুন।

ভুট্টো হত্যা মামলার আসামি আব্দুল আমিন কয়েকদিন আগেই জামিনে বের হয়েছেন। তখন থেকেই ভুট্টোর পরিবারের সদস্যদের দেখলে উস্কানিমূলক কথা বলতেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে। বুধবারও এ নিয়ে দু’পক্ষের বাগবিতণ্ডার পর ইউনুসকে গুলি করেন আমিন। ইউনুসের ডান হাতে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমি টেকনাফ মডেল থানার ওসিকে জানিয়েছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান জানান,আমরা একটি অভিযোগ পেয়েছি, আসামিদের আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

%d bloggers like this: