টেকনাফের আ.লীগ নেতা ইয়াবাসহ চট্টগ্রামে আটক

রাজনৈতিক সমাবেশ, সামাজিক অনুষ্ঠান, মাদক বিরোধী সেমিনারে কথা বলতেন সবার আগে। এসব কিছু মিথ্যে প্রমাণ করে অবশেষে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে র‍্যাবের হাতে আটক হলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী হাফেজ উল্লাহ। তিনি টেকনাফ সদরের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলাল এর ছেলে।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুল হক।

তিনি জানান, কক্সবাজার থেকে একজন মাদককারবারী বাস যোগে চট্টগ্রাম আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‍্যাব। এসময় একটি বাস তল্লাশীকালে এক ব্যক্তি সুকৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে বাসের মালামাল রাখার বক্সে তার ট্রলিব্যাগের ভেতর ইয়াবা বহনের কথা স্বীকার করে। পরে ট্রলিব্যাগ হতে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট মাদক সর্বরাহের কথা স্বীকার করেছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত মাদকদহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

%d bloggers like this: