টেকনাফে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক-১

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মনির আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২২ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ বিজিবি সাইন বোর্ডের সামনের মোড় এলাকায় টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আটক আসামির দখল হতে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মনির আহমদ কে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: