টেকনাফে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আব্দুস সালাম,টেকনাফ

টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আব্দুল হামিদ নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে ।
রবিবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে জিআর নং- ৪৩৬/২০১৪ এর এক বছরের কা সাজাপ্রাপ্ত আসামী টেকনাফ পল্লান পাড়া এলাকার আশরাাফ মিয়ার ছেলে আব্দুল হামিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: