টেকনাফে হ্যাচারি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে গোলাম আযম রবু নামে একজন হ্যাচারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে টেকনাফ সৈকত পাড়ের আল মনসুর হ্যাচারী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

তিনি রাজশাহীর চাপাইনবাবগঞ্জের চকআলম পুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। দুই যুগের বেশী সময় ধরে আল মনসুর হ্যাচারীর ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছিলেন সেই সুবাধে স্বপরিবারে টেকনাফের ডেইলপাড়া এলাকায় বসবাস করতেন।

গোলাম আযম রবুর ছেলে আল মাসনাত জানান, তিন আগে তিনি বাসা থেকে বের হন। মুঠোফোনে অনেকবার কল করা হলেও ফোন রিসিভ করেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আজ হ্যাচারীতে বাবার মরদেহের খবর পাই।

জানা যায়, স্থানীয় জনতা আল মনসুর হ্যাচারীর দিক থেকে থেকে দূর্গন্ধ আসতে থাকলে কোন মানুষের মরদেহের ধারনা করে পুলিশ খবর দেয়।
মডেল থানার এস আই সজীবের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাম আজম রবোর মরদেহ হ্যাচারীর অফিস ঘর থেকে উদ্ধার করে। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার এসে লাশ সনাক্ত করে।

পরিবারের সদস্যরা দাবী করেন রবোর সাথে কারো কোন বিরোধ ছিল না।

পুলিশ জানিয়েছে, দুয়েকদিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে মৃত্যুর প্রাথমিক কোন আলমত পাওয়া যায়নি। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Leave a Reply