টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবা বড়িসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (টেকনাফ ডিএনসি)। এই ঘটনায় তিই জনকে পলাতক আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিএনসি।

ধৃত আব্দুল মোনাফ (৩০) উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াব্রাং এলাকার বদি আলমের ছেলে। অপর পলাতক আসামীরা হলো- একই এলাকার আব্দুল কাদেরের ছেলে রফিক (৩২), মৃত সৈয়দুর রহমানের ছেলে ইব্রাহিম ও উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ নুর।

শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকাহতে মাদকের চালান সহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসি’র সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

তিনি জানান, ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টা হতে হ্নীলা মৌলভী বাজার এলাকায় অবস্থান নেয় ডিএনসি’র একটি টিম। এসময় মৌলভী বাজার এলাকায় ব্যাগ হাতে আব্দুল মোনাফ নামের সন্দেহ জনক এক ব্যক্তিকে তল্লাশী চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পলাতক দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকের চালানের সাথে সম্পৃক্ত আরো এক ব্যক্তির নাম স্বীকার করে।

আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

Leave a Reply