মিজানুর রহমান
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার ৩১ জানুয়ারি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আব্দুর রহমান।
তিনি জানান, ৩১ জানুয়ারি (সোমবার) ভোরে টেকনাফ উপজেলা সাবরাং ইউপির কাঁটাবনিয়া সমুদ্র উপকূল সংলগ্ন ঝাউবনের দিকে সন্দেহজনক এক ব্যক্তিকে সাদা রংয়ের একটি বস্তা হাতে দেখতে পায় কোস্টগার্ড।পরে লোকটির গতিবিধি সন্দেহ হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী হলেন, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাংগর পাড়া এলাকার ছাবের আহমেদের ছেলে হোসেন আহমেদ (২৮)। তার স্বীকারোক্তি মতে বস্তাটি খুলে গননা করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এর কেরুনতলী টেকনাফ স্টেশান কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড।সংবাদ সম্মেলনে আরও জানান – আটককৃত আসামি জব্দকৃত ইয়াবা সহ মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।