মিজানুর রহমান মিজান
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি’র মাদক বিরোধি অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ১টি সিএনজি জব্দ করা হয়েছে। এসময় পাচার কাজে জড়িত এক যুবককে আটক করা হয়েছে।
রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মঙ্গলবার রাতে টেকনাফ থেকে হ্নীলাগামী একটি সন্দেহভাজন সিএনজি টেকনাফ-কক্সবাজার সড়ক দিয়ে দমদমিয়া চেকপোষ্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামানো হয়।
পরবর্তীতে সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সিএনজি চালকের সিটের নীচে অভিনব অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামির নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত যুবক- উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার দুদু মিয়ার ছেলে ওমর ফারুক (২০)।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, সিএনজি এবং মোবাইল ফোনসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।