টেকনাফ ভূমি অফিসের কানুনগো’র ঘুষ বানিজ্য তদন্তের নির্দেশ

টেকনাফ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ‘কানুনগো’ কালি চরণ দাশের ঘুষ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি তন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

গত ১৬ ফেব্রুয়ারী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ শাখায়ার ডেপুটি কালেক্টর মোঃ আশিক খান স্বাক্ষরিত চিঠিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারকে (ভূমি) টেকনাফ ভূমি অফিসের কানুনগো কালিচরণ দাস এর ঘুষ গ্রহনের বিষটি তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আমিন আল পারভেজ বলেন- টেকনাফ ভুমি অফিসের কানুনগো অফিসে বসে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও এবং এই সংক্রান্ত সংবাদ দেখার পর বিষয়টি তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নাসিম আহমদ কে দায়িত্ব দেয়া হয়েছে। শিগ্রই প্রতিবেদন হাতে আসবে। প্রতিবেদন হাতে আসলেই বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আজ রবিবার সরেজমিনে গিয়ে টেকনাফ ভূমি অফিসের কানুনগো দেখা মেলেনি। এসময় সেবা নিতে আসা লোকজন সকাল থেকে বিকেল অব্ধি অফিসে অপেক্ষা করতে দেখা গেছে৷ আবার অনেক সেবাগ্রহীতা তাঁকে না পেয়ে ক্ষুব্দ হয়ে ফিরে গেছেন।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী বলেন- তদন্ত প্রতিবেদন পাঠনোর বিষয়ে এখনো চিঠি হাতে পায়নি। তাছাড়া কানুনগো ছুটিতে রয়েছেন। চিঠি হাতে পেলেই যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ভুমি অফিসে কানুনগো নিজ চেয়ারে বসে প্রকাশ্যে ঘুষ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তার পরেই কানুনগো ছুটি নিয়ে কৌশলে অফিস থেকে সরে পড়েন।

Leave a Reply