ডাকাতি মামলার সাজা এড়াতে ১৯ বছর ছদ্মবেশে

ডাকাতি মামলার সাজা এড়াতে ছদ্মবেশে ১৯ বছর কাটিয়েছেন শওকত (৩৮) নামের এক যুবক। তবে শেষ রক্ষা হলো না।

রোববার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফ হ্নীলা লেদা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার  করে র‌্যাব।

গ্রেপ্তার  শওকত টেকনাফ হ্নীলা আলীখালী এলাকার মৌলভি কালা মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান।

তিনি জানান, ২০০৪ সালে টেকনাফ থানায় শওকতের নামে একটি ডাকাতি মামলা করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। রোববার বিকেল ৫টার দিকে টেকনাফ লেদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুল আলম খান আরও জানান, শওকত একটি ডাকাতি মামলার সাজার আদেশপ্রাপ্ত আসামি। তবে এ ডাকাতি মামলার বিস্তারিত বলা যাচ্ছে না। তিনি ১৯ বছর ধরে সাজার আদেশ মাথায় নিয়ে পলাতক ছিলেন। বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশ ধারণ করে ১৯ বছর কাটিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply