কক্সবাজারের পেকুয়ায় ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়ার পিযুষ মণির বাড়িতে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পেকুয়া থানার পুলিশ ওই স্থান পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মিয়াপাড়ায় ১ টি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাড়ির মালিক পিযুষ মণি একজন ব্যাংক কর্মকর্তা। অগ্রণী ব্যাংক চট্টগ্রামের আমানত খান সড়ক শাখার ম্যানেজার। ওই দিন পিযুষ মণির বাড়িতে কেউ ছিলেন না। সুত্র জানায়, পিযুষ মণি, কুমার কাঞ্চন মণি ও রঘু মণি ওই তিন ভাই চট্টগ্রাম শহরে থাকেন। ২ ভাই ব্যাংক কর্মকর্তা। অপর ভাই এডভোকেট রঘু মণি চট্টগ্রাম জজ কোর্টে আইন পেশায় আছেন। পিতা প্রয়াত সুরেশ কুমার সুশীল প্রাইমারী শিক্ষক ছিলেন। পেকুয়ায় মিয়াপাড়ায় পৈত্রিক বাড়িতে মা থাকতেন। মা কুন্তি রাণী অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসার জন্য এক সপ্তাহ আগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। ওই সুবাধে ওই দিন সন্ধ্যার দিকে চোরের দল বাড়িটিতে হানা দেয়। এ সময় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ব্যাংক কর্মকর্তা পিযুষ মণি জানান, আমরা কেউ বাড়িতে ছিলাম না। ফাঁকা বাড়িতে চোর ঢুকে পড়ে। সিসি ক্যামরা ছিল। সেখানে মুখোশ পরিহিত ৩ জনকে দেখা গেছে। পুলিশ পরিদর্শনে আসে। সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান দ্রব্যাদি নিয়ে গেছে।
পেকুয়া থানার এ,এস,আই আবদুল কাদের জানান, আমিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বাড়িটি পরিদর্শন করেছি। সিসি ক্যামরা পর্যবেক্ষণ করেছি। থানায় এজাহার দিতে পরামর্শ দেওয়া হয়েছে।