পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু : জানাজায় শোকাহত মানুষের ঢল

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৬টায় পেকুয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের যাওয়ার পথে পেকুয়ার থানার সমনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং নেওয়ার পথে বাঁশখালীর জলদি নামক স্থানে তিনি মারা যান।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুুল কাশেম বলেন, আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিলাম। আমরা পেকুয়া থানার সামনে পৌছালে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদ্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত শহিদুল্লাহ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পেকুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ১৬ ডিসেম্বর পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি এম শহিদুল্লাহ বিএ এর নামাজে জানাজা বাদ মাগরিব টইটং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। জানাজায় অংশ গ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার পৌর আ’লীগের সভাপতি নজিবুল ইসলাম, পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, পেকুয়ার সাবেক চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, কক্সবাজার জেলা আ’লীগের সদস্য এসএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। উপজেলা আ’লীগের প্রয়াত সভাপতি শহিদুল্লাহ গত ২৬ জুলাই পেকুয়া উপজেলা আ.লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। টইটংয়ের শের আলী মাষ্টার পাড়ায় পুরাতন বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply