প্যারিস অলিম্পিকে জাতীয় পতাকা বহন করবেন আরচার সাগর ইসলাম

ফ্রান্সের  রাজধানী প্যারিসে  আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট অনুষ্ঠিতব্য ৩৩তম  অলিম্পিক গেমসের মার্চপাস্টে  বাংলাদেশের পতাকা বহন করবেন  আরচার সাগর ইসলাম।
প্যারিসে তৃতীয়বারের মত  অনুষ্ঠেয়  এ গেমসে  বিশ্বের  ২০৬টি দেশের আনুমানিক  ১০ হাজার ৭১৪ জন খেলোয়াড় ৩২টি  ডিসিপ্লিনে  ৩২৯টি ইভেন্টে পদকের জন্য লড়াই করবেন।
এ আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন পাঁচ ক্রীড়াবিদ। এর মধ্যে আরচার সাগর ইসলাম গেমসে সরাসরি খেলোর যোগ্যতা অর্জন করেছেন। বাকিরা  পেয়েছেন আইওসি’র ওয়াইল্ডকার্ড।
পাঁচ ক্রীড়া- হলেন-১. সাগর ইসলাম, আরচারি (রিকার্ভ একক) ২. ইমরানুর রহমান, অ্যাথলেটিক (১০০ মিটার), ৩. রবিউল ইসলাম, শ্যুটিং (১০ মিটার এয়ার রাইফেল), ৪. সামিউল ইসলাম রাফি, সাঁতার (১০০ মিটার ফ্রিস্টাইল) ও ৫. সোনিয়া খাতুন, সাঁতার (৫০ মিটার ফ্রিস্টাইল)।
আসন্ন  গেমস উপলক্ষে  আজ  বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)  আয়োজিত  এক সংবাদ সম্মেলনে  বিস্তারিত তুলে ধরেন  সংস্থার মহাসচিব   সৈয়দ শাহেদ রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে  আরো উপস্থিত ছিলেন  বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির  চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও উপ-মহাসিব  ইন্তেখাবুল হামিদ অপু।
বাংলাদেশের ক্রীড়াবিদরা যাবেন তিন ভাগে ভাগ হয়ে। ২০ জুলাই প্রথম বহরে যাবেন আরচারি ও শ্যুটিং দল। অ্যাথলেটিকস ও সুইমিং দল যাবে ২৩ ও ২৪ জুলাই।
পাঁচ ক্রীড়াবিদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচার সাগর ইসলাম। সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করা এই আরচার বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করবো। কোনো চাপ নেবো না। কোচ মার্টিন আমাকে অলিম্পিকের আবহ তৈরি করেই অনুশীলন করাচ্ছেন। আমাকে জাতীয় পতাকা বহনের সুযোগ করে দেওয়ার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্যারদের ধন্যবাদ জানাই। এটা অবশ্যই একজন ক্রীড়াবিদের কাছে গর্বের।’
আরচারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেছেন,  ‘এটি আমার পঞ্চম অলিম্পিক। আমি চেষ্টা করবো সাগরকে দিয়ে ভালো ফলাফল করতে। সাগর ভালো আরচার। কোয়ালিফাইয়ের পর থেকে সে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে।’
অ্যাথলেট ইমরানুর রহমান অনুশীলন করছেন লন্ডনে। সেখান থেকে সরাসরি প্যারিস যাবেন তার ব্যক্তিগত কোচ নিয়ে। সাঁতারু সামিউল ইসলাম ব্যাংককে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। দেশে প্রশিক্ষণ নিচ্ছেন অন্য দুই ক্রীড়াবিদ সাঁতারু সোনিয়া খাতুন ও শ্যুটার রবিউল ইসলাম।
লিখিত বক্তব্যে অবশ্য  বিওএ মহাসচিব প্যারিস অলিম্পিকে বাংলাদেশ দলের পদকের কোনো আশবাদ রাখেননি। তিনি বলেছেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে খেলোয়াড়েরা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দেশের জন্য সম্মানজনক ফল বয়ে আনবেন। ‘সম্মানজনক ফল’ বলতে কী বোঝাচ্ছেন, জানতে চাইলে সৈয়দ শাহেদ রেজার কথা, ‘প্রথমেই যেন আউট না হই। দ্বিতীয় রাউন্ডে যেন যেতে পারি।’
বিওএর সহসভাপতি ও মিডিয়া কমিটির প্রধান শেখ বশির আহমেদ আর্চার সাগর ইসলামের ওপর বাড়তি প্রত্যাশার কথা বলেন, ‘আশা করছি, সাগর আটজনে চলে যাবে। আটে এলে যেকোনো কিছু হতে পারে। তার স্কোর ভালো।’
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদের আশা, ‘আমাদের লক্ষ্য ফাইনালে যাওয়া। ফাইনালে উঠতে পারলে যেকোনো ফল হতে পারে।’
অলিম্পিকে বাংলাদেশ থেকে এ পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন মাত্র তিনজন খেলোয়াড়। ২০১৬ রিও অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান, ২০২১ টোকিও অলিম্পিকে আর্চার রোমান সানা এবং এবার প্যারিসে আর্চার সাগর ইসলাম।
সংখ্যাটা বাড়াতে বাংলাদেশের পরিকল্পনা কী,  প্রশ্নের জবাবে  বিওএ মহাসচিব বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে  যুব ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন, অলিম্পিকের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবেন। মন্ত্রী আন্তরিক, আমরা একসঙ্গে কাজ করব।’

সহ-সভাপতি শেখ বশির আহমেদের লক্ষ্য  ২০২৮ অলিম্পিক।  তিনি বলেন, ‘বিওএ থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি আমরা। মন্ত্রীর কাছ থেকে সমর্থন পাচ্ছি। এবার কী ফল পাব, জানি না। তবে ২০২৮ সালে অনেকেই সরাসরি কোয়ালিফাই করবে বলে আশা করছি। আমরা ২০২৮-কে লক্ষ্য করে এগোচ্ছি। আর্চারি, শুটিংকে বিশেষ প্রাধান্য দিচ্ছি। এ ব্যাপারে ফেডারেশনগুলোকেও এগিয়ে আসতে হবে।’
সংবাদ সম্মেলন শুরুর আগে সম্প্রতি প্রয়াত ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও শুটার আতিকুর রহমানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply