সন্তানের জানাজার আগ মুহূর্তে শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছেন হাসেম উল্লাহ। সেই অপরাধে তাকে আটক করেছে পুলিশ। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার জানারঘোনা এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নাজমুল হুদা।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সুমাইয়া ও হাসেমের দ্বিতীয় সন্তানের মৃত্যুর পর জানাজার প্রস্তুতি চলছিল। সেই মুহূর্তে শ্বশুর আজিজুল হকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হাসেম। একপর্যায়ে শ্বশুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি। নিজের বাবাকে স্বামীর হাতে খুন হতে দেখে ছুটে আসেন স্ত্রী খতিজা বেগম ওরফে সুমাইয়া। তাকেও কুপিয়ে আহত করেন হাসেম। পরে আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়ার বাবাকে মৃত ঘোষণা করেন ও তার চিকিৎসার ব্যবস্থা করেন। আজিজুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর মেয়ে সুমাইয়া আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার দিন হাসেম-সুমাইয়ার মৃত সন্তানের জানাজায় অংশ নিয়েছেন এলাকাবাসী।
আহত সুমাইয়া জানান, আমার জমজ সন্তানের একজন আগেই মারা যায়। অপরজনের মৃত্যু হয় শুক্রবার। তাদের চিকিৎসার খরচসহ নানা বিষয় নিয়ে আমার সঙ্গে হাসেমের ঝগড়া হয়। একপর্যায়ে হাসেম বাবাকে মারধর ও ছুরিকাঘাত করে। তাদের ঝগড়া থামাতে গেলে আমাকেও দা দিয়ে কোপ দেয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নাজমুল হুদা বলেন, ঘটনার পর পরই ঘাতক হাসেম উল্লাহকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।