কক্সবাজারের মহেশখালীতে বিষপানে টিপু আহমেদ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। অভাবের তাড়নায় সে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী গ্রামের মৃত ছাবের মিয়ার ছেলে।
সোমবার (২৩ জানুয়ারি) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
আত্মহননকারী টিপুর স্ত্রী কহিনুর জানান, বাড়িতে চাল না থাকায় রাতে রান্না হয়নি। রাতে স্বামী টিপু আহমেদ বাড়ি ফিরলে চাল কিনে আনতে বলি। তখন তিনি বেরিয়ে গিয়ে গভীর রাত পর্যন্ত ফিরে না আসলে তাকে খুঁজতে বের হই। দেখি বাড়ি থেকে কিছু দূরে তিনি পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানান।
এই ঘটনায় মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভাবের তাড়নায় ওই যুবক বিষপান করেছে বলে জানাগেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।