সারা দেশের ন্যায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ প্রাণের দাবী শেখ হাসিনার প্রকল্প বৃথা যেতে দিবো না এ শ্লোগানকে সামনে রেখে মহেশখালী উপজেলা বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই জানুয়ারী রবিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়ছার হামিদ আজাদের সঞ্চালনায় উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাইফুল আফ্রিদি, সাংগঠনিক সম্পাদক একে বাশার’সহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন.. যুগ্ম সম্পাদক শাহ জালালা, দপ্তর সম্পাদক সরওয়ার কামাল, অর্থ সম্পাদক আবু তৈয়ব, প্রচার সম্পাদক হাসান মোহাম্মদ সোহাগ, সদস্য মোস্তাফিজুল ইসলাম, মুজাহিদ, মৌ: জয়নাল আবেদীন, আবু বকর ছিদ্দিক, রায়হান উদ্দিন মানিক, খাইরুল আমিন, ছোটন শর্মা, রাজিব কান্তি দে, রাসেল কান্তি শীল, আনচারুল করিম, জাহেদুল ইসলাম, জসিম উদ্দিন, মুখলেছা খানম, কাশেফা মুন্নি কাজল প্রমুখ।
এ সময় উপস্থিত প্রাক্তন কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধি ও পুনরায় নিয়োগ প্রদানের দাবিতে বেকার সমস্যা দূরীকরণে বর্তমান সরকারের ভূমিকা অকল্পনীয়। তারপরও সরকার চাইলে এই প্রকল্পটি স্থায়ীকরণের মাধ্যমে দেশের হাজার হাজার বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই আমরা আন্তরিকভাবে সরকারকে প্রকল্পটি স্থায়ীকরণের আহ্বানে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের দৃষ্টি আকর্ষণ করেন।