আবদুস সালাম, বিশেষ প্রতিনিধি।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কে, কেপাড়া এলাকা থেকে একজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১২/১০/২০২২ তারিখ অনুঃ ১২.৩০ ঘটিকায় র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কে, কেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রফিক @ কাটা রফিক (৩৫), পিতা-হাবিব উল্লাহ, সাং-কাই্যকখালী, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রফিক @ কাটা রফিকের এর বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং-০২(২)১৫, জিআর নং-৪২/১৫, রিসিভ নং-২২৩৭/২২, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ) ধারা মোতাবেক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।