মামুনুর রশীদকে “জনবান্ধব ডিসি” আখ্যা দিয়ে কক্সবাজার পৌরসভার বিদায়ী সংবর্ধনা

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে পদোন্নতি এবং বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌরসভা।

শুক্রবার সন্ধ্যায় পৌরসভা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনার জবাবে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, “জেলা প্রশাসক হিসেবে গত দুই বছরে আমি কক্সবাজারের উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার চেষ্টা করেছি, তারপরও কারো মনে কষ্ট দিয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন।” তাছাড়া বিদায়বেলায় যে সম্মান ভালবাসা আমাকে দেখিয়েছেন তা পরবর্তী জীবনের জন্য পাথেয় বলে মন্তব্য করেন বিদায়ী জেলা প্রশাসক।
প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় “জনবান্ধব ডিসি” আখ্যা দিয়ে দুই বছরের কর্মজীবনে কক্সবাজারের উন্নয়নে সরকারের প্রতিনিধি হিসেবে আন্তরিকতার সঙ্গে কাজ করায় বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান নগর পিতা মুজিবুর রহমান।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মহিউদ্দিন মোঃ আলমগীর ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

%d bloggers like this: