মিয়ানমার থেকে পাচারকালে কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৩১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, ৩৫০ প্যাকেট রীচ কফি, ২০ প্যাকেট রয়েল-ডি ও একটি রামদাসহ এক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত নৌকাটি।
ধৃত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের মৌচনী এলাকার নবী আহমদের ছেলে তাহের রহমান (২৪)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার জাদিমুরা জনৈক জসিমের বাড়ি সংলগ্ন নাফনদী থেকে এসব মাদক ও মালামালসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান পাচারের সংবাদের ভিত্তিতে জাদিমুরা নাফনদীর কিনারায় অবস্থান নেয় বিজিবি। এসময় মিয়ানমার থেকে নৌকা যোগে এনে এক ব্যক্তি কিছু বস্তা লুকিয়ের রাখার সময় বিজিবি দেখতে পায়। বিজিবির উপিস্থিতি টেরপেয়ে সে রামদা দিয়ে বিজিবিকে আক্রমনের চেষ্টা কালে টহল দলের সদস্যরা তাকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে একটি কাঠের তৈরী নৌকাসহ ১ কেজি ৩১৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা, ৩৫০ প্যাকেট কফি, ২০ প্যাকেট রয়েল-ডি জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।