মিয়ানমার থেকে পাচার কালে ১কেজি আইস ও ৫০ হাজার ইয়াবা জব্দ

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে  ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৪ আগস্ট) ভোর রাতে নাফ নদী সংলগ্ন জালিয়ার দ্বীপ এলাকা হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ মুহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় দুইজন ব্যক্তি সীমান্তে অনুপ্রবেশকালে জওয়ানদের ধাওয়ার মুখে সাঁতার কেটে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি ১কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

Leave a Reply