মোখা : কক্সবাজার বিমানবন্দরে ২ দিন প্লেন ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজার বিমানবন্দরে ২দিন সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আগামীকাল শনিবার (১৩ মে) সকাল ৭টা থেকে শুরু করে ১৪ মে রবিবার পর্যন্ত এই বিমানবন্দর বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক( ম্যানেজার) গোলাম মুর্তজা ।

তিনি বলেন, কাল সকাল ৭টা থেকেই তারা এ সিদ্ধান্ত কার্যকর করবেন। ১৪ মে পর্যন্ত বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় কক্সবাজার বিমানবন্দরের অন্য সব কার্যক্রমও শনিবার সকাল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, বিমানবন্দরে আপৎকালীন প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

Leave a Reply