রামুতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রতিবেদক, রামু

রামুতে নানা আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২২ উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর র‌্যালি, হাত ধোয়া, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ২০২২ সালের জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এর প্রতিপাদ্য বিষয় হলো- ‘ বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ এবং বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই’।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলর ক্যছাই মং চাক। আইডিই, বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিট এর ফিল্ড টিম লিডার মো. মাসুম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সহযোগী এনজিও সংস্থা আইডিই, ডিএসকে, এইচইকেএস ইপিইআর এর প্রতিনিধিরা অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ক্যাছাই মং চাক,
উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, আইডিই, বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিট এর ফিল্ড টিম লিডার মো. মাসুম হোসেন, এইচইকেএস ইপিইআর এর ওয়াশ ম্যানেজার রাকিবুল আরিফিন, প্রজেক্ট অফিসার মেহেদী শহীদসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রামু অফিসের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সামনে হাত ধোয়া কর্মসূচীর আয়োজন করা হয়।

Leave a Reply

%d bloggers like this: