কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হওয়ার পর ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেওয়া জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে শুক্রবার (২১ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার শহরের পূর্ব বড়ুয়া পাড়ার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মারধরের মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জগদীশ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা জগদীশ বড়ুয়া পার্থ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিও বার্তা প্রচার করেন তিনি। এ সময় ইউনিয়ন পরিষদ সদস্যদের গালিগালাজ, তারেক জিয়ার ভক্তসহ নানা কথা বলে আলোচনায় আসেন তিনি। নির্বাচনে মোট ৯টি ভোট পেয়ে পরাজিত হলেও পর দিন আরেক ভিডিও বার্তায় নিজেকে আগামীবারের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা দেন।