রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি: মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

বঙ্গপোসাগরে মঙ্গলবার ভোরে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। কক্সবাজারের বিভিন্ন উদ্বাস্তু শিবির থেকে মালয়েশিয়াগামী এই মিয়ানমারের নাগরিকদের মধ্যে তিন নারীর লাশ পাওয়া গেছে। এছাড়া দুপুর পর্যন্ত জীবিত উদ্ধার হয়েছে প্রায় অর্ধশত যাত্রী। যার মধ্যে চারজন বাংলাদেশি দালালও রয়েছে বলে বেনারকে নিশ্চিত করেছে পুলিশ ও কোস্টগার্ড। ট্রলারটিতে কমপক্ষে ৮৫ জন মালয়েশিয়াগামী ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তাঁরা জানিয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা বেনারকে বলেছেন, তাঁরা অনেক সহযাত্রীকে ভেসে যেতে দেখেছেন।

Leave a Reply

%d bloggers like this: