সমুদ্রে নিখোঁজ পর্যটকের মরদেহ ২দিন পর উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে লাইফগার্ড ও বীচকর্মীরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্রের সুগন্ধ্যা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ২৪ বছর বয়সী মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বীচকর্মী সুপারভাইজার বেলাল উদ্দিন। তিনি জানান, গেল ১৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয়। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলছিল না।

বুধবার সাড়ে ১২ টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকারী দল। এখন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

%d bloggers like this: