সীমান্তে মাইন বিস্ফোরণে কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ ছুরত আলম (৪৮) নামে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে সীমান্তের ৪২/৩ এস থেকে ৭০০ মিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ ছুরত আলম চাকঢালা চেরারমাঠ গ্রামের মৃত বাছা মিয়ার ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের পুরানমাইজ্জা নামক স্থানে মিয়ানমার সীমান্ত বাহিনীর ৬ নম্বর ক্যাম্পের অদূরে প্রতিদিন কাঠ কাটতে যান ছুরত আলম। সেখানে শূন্য রেখায় মিয়ানমার বাহিনীর পুঁতে রাখা একটি স্থলমাইন তার বাম পায়ে লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, তাকে কেউ বিষয়টি জানাননি। তবে ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তি গরু চোর।

Leave a Reply

%d bloggers like this: