হাসপাতালের মাঠে পড়েছিল ওষুধ সরবরাহকারীর মরদেহ

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে এরশাদ আলী (৩২) নামের এক ওষুধ সরবরাহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী হেলথ কেয়ার নামক একটি ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহকারী হিসেবে কাজ করতেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের সহকর্মী আশিক বিল্লাহর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ অনুসন্ধান করছে।

Leave a Reply

%d bloggers like this: