১২শ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারী

চকরিয়া প্রতিনিধি।
কক্সবাজারের পেকুয়ায় ১২শ ২৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার মোজাম্মেল হোসেন উরফে মোয়াজ্জেম এর ছেলে মোশারফ হোসেন (৩৮), রামু জোয়ারিয়া নালা ইউনিয়নের নন্দাখালী এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩৯) বলে নিশ্চিত করেছে পুলিশ।

পেকুয়া থানার এসআই হেশাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২২ জুন) ভোরে পেকুয়া থানার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে সততা নার্সারীর পাশে স্কুল রাস্তার মুখ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি টিনের বক্স ভর্তি ১২শ ২৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দ্বীর্ঘদিন টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকার করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে সূত্র জানায়, চটগ্রামের বহদ্দার হাট এলাকার এক নারী এনজিও কর্মীর মাধ্যমে মোশারফ দ্বীর্ঘ দিন ধরে এসব ব্যবসা চালাতেন।

Leave a Reply